বেনাপোল বন্দর পরিদর্শন করেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী ।
আজ মঙ্গলবার (০৩অক্টোবর) বিকালে তিনি এই বন্দর পরিদর্শন করেন।
বেনাপোল বন্দর পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের উপপরিচালক রেজাউল করিম।
পরে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জিল্লুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-আব্দুল জলিল পরিচালক (ট্রাফিক অঃ দাঃ) বেনাপোল স্থলবন্দর,যশোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্তার উন্নেছা শিউলি,উপসচিব (ট্রাফিক)
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ,ঢাকা, শার্শা উপজেলার নির্বাহী
ম্যাজিস্ট্রেট-ফারজানা ইসলাম,সহকারী কমিশনার(ভূমি),বেনাপোল স্থলবন্দরের
পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল, উপ-পরিচালক রেজাউল করিম, বেনাপোল
সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক নাসির
উদ্দিন, সহ-সভাপতি খায়রুজ্জামান মধু, কামাল উদ্দিন শিমুল, যুগ্ম সম্পাদক
আবু তাহের ভারত ও মহাসিন মিলন,বন্দর বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন,
চেকপোস্ট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল, সার্চ চেম্বার
কমিটি’র পোর্ট সেক্রেটারি মতিউর রহমান মতি, সিএন্ডএফ এজেন্ট স্টাফ
অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সহ
উপজেলার ডিজিএফআই এবং এনএসআই’র কর্মকর্তাবৃন্দ।
এ সময় বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো নিয়ে বাংলাদেশ স্থল বন্দর
কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ব্যবসায়ী সংগঠন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট
এসোসিয়েশন দাবী-দাওয়া পেশ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post