মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১-টার দিকে গাংনী সরকারি ডিগ্রি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য দেন মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমন, গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ, ছাত্রদল নেতা সোহেল রানা, সংগ্রাম, শাহআলম ও রাফিদ ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফেরাতে যে মন্তব্য করেছেন এটা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি ছাড়া আর কিছুই না। তার এমন বক্তব্যে দেশের মানুষ মর্মাহত। অনতিবিলম্বে এমন বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে তাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলে জানান বক্তারা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ আগষ্ট ২০২৪