Print Date & Time : 24 August 2025 Sunday 1:18 pm

স্বামীর ২য় বিয়ের কারণে স্ত্রীর আত্মহত্যা

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে না পেরে তিন সন্তানের জননী গৃহবধূ জয়নব বিবি (৪০) আত্মহত্যা করেছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের দিনমজুর মজিবর মোল্লার প্রথম স্ত্রী জয়নব বিবি তার স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে না পেরে ১ এপ্রিল সোমবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করে বলে ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে।
পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

দৈনিক দেশতথ্য//এইচ//