Print Date & Time : 10 May 2025 Saturday 5:58 pm

স্বামী পছন্দ না হওয়ায় জামালপুরে নববধূর আত্মহত্যা

জামালপুরের মেলান্দহে বাবার বাড়িতে ঘরের ধরনার সাথে উড়না পেঁচিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।

সোমবার (২২আগস্ট) বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঠেংগেপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওই নববধূ মেলান্দহের হরিপুর এলাকার কাউসার মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নববধূ মিতু আক্তারের (১৮) ১মাস আগে বিয়ে হয়েছে। তার স্বামী পছন্দ না হওয়ায় মাঝে মধ্যেই পরিবারের সাথে অভিমান করতো। সোমবার বিকেলে বাবার বাড়িতে ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।  পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,  নিহত মিতু আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২২,২০২২//