মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ শ্যামনগরের রমজাননগর গ্রামের আরিফ বিল্লাহ’র স্ত্রী আকলিমা খাতুন (৩৬) স্বামী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার ২২ আগষ্ট বেলা ১২ টায় শ্যামনগর প্রেসক্লাবে হল রুমে লিখিত বক্তব্যে আকলিমা খাতুন বলেন, আমার স্বামী অসহায় ও হতদরিদ্র। আমার ৩ কন্যা সন্তান। আমার স্বামী বিভিন্ন খাল বিলে জাল দিয়ে মাছ ধরে সেই মাছ বিক্রি করে সংসার চালায়। একই গ্রামের আব্দুল গফ্ফার শেখের পুত্র আলমগীর হোসেন, মৃত ইন্দু বাছাড়ের পুত্র হরিপদ ও অরুন বাছাড় ও মৃত হাজড়া বাছাড়ের পুত্র অসিত বাছাড় আমার স্বামীর সাথে শত্রুতা পোষন করে আসছিল। শত্রুতার জেদ ধরে গত ২৪/০৩/২০২৩ তারিখ রাত সাড়ে ১২ টায় মৎস্য ঘেরের আউটড্রেনে মাছধরা কালীন উক্ত ব্যক্তিগণ পূর্ব শত্রুতার জেদ ধরে আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে মৎস্য ঘেরে ফেলে দেয়। এ খবর পেয়ে থানা থেকে কর্তব্যরত অফিসার ঘটনাস্থলে হাজির হয়ে আমার স্বামীর লাশ থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তে মর্গে প্রেরণ করে। তৎকালীন এম,পি, ইউপি চেয়ারম্যান ও মেম্বর আমাকে উক্ত হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করতে দেয়নাই। আমার স্বামীর দাফন সম্পন্ন হওয়ার পর হত্যাকারীরা অজ্ঞতনামা ব্যক্তি বলে মামলা রজু করে। বর্তমান বৈসম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সরকার পতন হওয়ায় সাধারণ মানুষ বাক স্বাধীনতা ফিরে পাওয়ায় আমার দেবর মোঃ জাহাঙ্গীর হোসেন আইনী প্রক্রিয়ায় এ মামলায় উক্ত হত্যাকারীদের আসামি করার জন্য আমাকে সহায়তা করায় উক্ত হত্যাকারীরা আমার দেবরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক যখম করে।
এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার স্বামীর হত্যা কারীদের শাস্তির দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।এসময়ে তার সাথে ছিলেন শাশুড়ী ও কন্যা।