নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মজমপুরে কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, অনেক রক্তের বিনিময়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছে ছাত্রজনতা। এই জন্য আমরা আজ স্বাধীনভাবে সভা সমাবেশ করতে পারছি। স্বাধীনতা অর্জন করা যত কঠিন তার চেয়ে বেশি কঠিন স্বাধীনতা ধরে রাখা। আমি বিশ্বাস করি দেশ গঠনে স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সাথে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং হতাহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।
সর্বশেষ তিনি সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, প্রকাশনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিঠু, যোগাযোগ বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল, জেলা যুবদলের সভাপতি আলামিন রানা কানাই, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস প্রমূখ।
এছাড়াও বিভিন্ন ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকগণ (আহ্বায়ক/যুগ্ম আহ্বায়ক) বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের আজকের দিনে দলের এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২০ আগষ্ট ২০২৪