Print Date & Time : 15 March 2025 Saturday 7:10 am

হঠাৎ এসএসসি পরীক্ষার্থীর বাসায় গাংনী ইউএনও প্রিতম

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিতম সাহা।
রমজান মাসজুড়ে তিনি প্রতিদিন এসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার খোঁজ নিচ্ছেন, মনোবল বাড়াচ্ছেন এবং উপহার হিসেবে দিচ্ছেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ।

ইউএনও’র এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অভিভাবকরাও এতে দারুণ খুশি, কারণ এর আগে কোনো প্রশাসনিক কর্মকর্তা এভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি।

প্রিতম সাহা বলেন, এসএসসি পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তারা যেন মানসিক চাপে না পড়ে ও ঠিকভাবে প্রস্তুতি নিতে পারে, সেটাই নিশ্চিত করতে চাই। আমার এই ছোট উদ্যোগ যদি তাদের অনুপ্রাণিত করে, তবে সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক জানান, রমজান শুরুর আগেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের উৎসাহিত করবেন।

অভিভাবকদের মতে, ইউএনও ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে।