রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্যসহ মোট ৫জন নিহত হয়।
বৃহস্পতিবার (২মে) রাত আড়াইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নের বোহালিয়া গ্রামে। নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নের বোহালিয়া গ্রামের মৌজে আলী মৃধার ছেলে জামাল মিয়া (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৩), ছেলে মো. অনন্ত (১১) ও নিহত জামালের ছোট ভাই এনামুল খোকন মিয়া (৩৫)।
শুক্রবার(৩মে) সকালে লাশবাহী গাড়িতে গলাচিপা গ্রামের বাড়িতে পৌঁছায় একই পরিবার চারজনের মরদেহ। এসময় তাদের একনজর শেষবারের মতো দেখতে আশে পাশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ ভিড় জমায়। পরে সকাল ১০টায় জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার হযরত শাহজালাল রাঃ এর মাজার থেকে প্রাইভেট কারে ফেরার পথে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় একই পরিবারের চার সদস্য।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post