Print Date & Time : 14 September 2025 Sunday 12:46 am

হরিণাকুন্ডুতে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রাম থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই গ্রামের দোলখালীর গ্রামের মাঠের ব্রীজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে স্থানীয়রা কৃষিকাজের জন্য গ্রামের দোলখালীর মাঠে যাওয়ার পথে একটি ব্রিজের উপর অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ৯ টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের মাথায় গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা জানাতে পারেনি পুলিশ।