Print Date & Time : 12 September 2025 Friday 9:59 pm

হরিণাকুন্ডুতে অবৈধ শিক্ষক অপসারণ ও ম্যানেজিং কমিটি নির্বাচনের নামে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জাল সনদ দিয়ে নিয়োগ পাওয়া ২ শিক্ষকের অপসারণ ও ম্যানেজিং কমিটি নির্বাচনের নামে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলার রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

কর্মসূচীতে দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অভিভাবক জাফর ইকবাল, শহিদুল ইসলাম, শেফালী খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা অভিযোগ করে বলেন, জাল সনদ দিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, মরিয়ম মেরী দীর্ঘদিন চাকুরী করে গেলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না।

আর সম্প্রতি কমিটি নির্বাচনের নামে প্রতারণা করছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা। তাই প্রতারক ওই দুই শিক্ষকের অপসারণ ও ম্যানেজিং কমিটির নির্বাচিতদের মাধ্যমে সভাপতি নিয়োগ করার দাবী জানান বক্তারা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ সেপ্টেম্বর ২০২৩