Print Date & Time : 22 August 2025 Friday 9:30 pm

হরিণাকুন্ডুতে বিএনপির কর্মীসভা

ঝিনাইদহ প্রতিনিধি: আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলার রঘুনাথপুর আলিম মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় বিএনপি।
এতে হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতকর্মীরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করা জরুরি। তারা মনে করেন, জনগণ বিএনপির পক্ষে রয়েছে এবং মাঠে থেকে সক্রিয় থাকলে বিজয় নিশ্চিত করা সম্ভব। তাই বক্তারা সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।