Print Date & Time : 11 September 2025 Thursday 12:12 am

হরিণাকুন্ডুতে সাড়ে ৮’শ হতদরিদ্র পরিবারের মাঝে অনুদান প্রদাণ

ঝিনাইদহে সাড়ে ৮’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রায় ৭৭ লাখ টাকার অনুদান প্রদাণ করা হয়েছে। সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পক্ষ থেকে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, নাজমুল হুদা (তুষার), জেলা এসডিএফ কর্মকর্তা ড. অসীম কুমার সাহা, জেলা কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন মিয়া, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাজী জমির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ১৮ টি গ্রাম সমিতির সর্বমোট ৮৫৫ জনকে এককালীন ৯ হাজার টাকা হিসাবে মোট ৭৬ লাখ ৯৫ হাজার টাকা প্রদান করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৬ মার্চ ২০২৩