সোহাগ নামের একজনকে খুজছে পুলিশ
কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর পশ্চিমপাড়ায় সিদ্দিক শেখের ছেলে সোহাগ শেখ (২৬) এর বিরুদ্ধে একই গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে।
ওই ছাত্রীর পরিবারের লোকজন জানান, গত ১১ জুন শনিবার দুপুরে গোসল করতে গেলে সোহাগ তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এলে সোহাগ দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর মানুষিক ভাবে ভেঙে পড়েছেন ওই ছাত্রী ও তার পরিবার।
তারা জানান, তার মেয়ে মাত্র সপ্তম শ্রেনীতে পড়াশোনা করছে । দীর্ঘদিন যাবত সোহাগ তাকে পথেঘাটে নানা ভাবে বিরক্ত করে আসছিল। এ বিষয়ে পূর্বে সোহাগের পরিবারকে জানানোর পর তারা কোন পদক্ষেপ নেননি। সোহাগ বিবাহিত তার পরেও আমাদের মেয়েকে সে নানা কটুক্তি ও বিরক্তিকর কথাবার্তা বলতো। পরিবারের দাবি সোহাগের মতো অপরাধীরা এ ধরনের অপরাধ করেও পার পেয়ে গেলে ভবিষ্যতে আরো বড় ধরনের অপরাধ করবে। এ বিষয়ে বাবা বাদী হয়ে ইবি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে ঐ ওয়ার্ডের মেম্বার আবু বক্কর জানান, সোহাগের বিরুদ্ধে অনেক আগে থেকেই এ বিষয়ে অভিযোগ পেয়েছি তবে সোহাগের পরিবার তাদের সন্তানকে বুঝাতে ব্যর্থ হয়েছে। তবে যে অপরাধ সোহাগ করেছে আমরা অবশ্যই তার উপযুক্ত শাস্তি চাই।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান রতন জানান, আমরা অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১২,২০২২//

Discussion about this post