কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গড়াই নদীর শালদহ পানশি ঘাটে অবৈধভাবে বালু আনলোড করার অপরাধে আনন্দ নামের একজনকে ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ এলাকায় অভিযান করে ১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসানের নেতৃত্বে কুষ্টিয়া সদর থানার এসআই হাফিজুর রহমানের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
প্রাপ্ত নথি অনুযায়ী, বালু মহাল ও মাটি অব্যবস্থাপনা আইন ২০১০ এ ফৌজদারি কার্যবিধির ২৪৫ এ ২৫৮ ধারায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আনন্দ (৩৮) কে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ।

Discussion about this post