Print Date & Time : 24 August 2025 Sunday 2:45 pm

হরিপুরে ইয়াবা ব্যবসায়ী মন্টু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর থেকে ২৫ পিস ইয়ারাসহ মোঃ মন্টু প্রামানিক (ওরফে মাজি ভাই  মন্টু) কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদক ব্যবসায়ী মোঃ মন্টু প্রামানিক (ওরফে বড়ি মন্টু) হাটশ হরিপুর বড় বাড়ি এলাকার মৃত আহসান প্রামাণিকের ছেলে।

জানা যায়, সোমবার (১৩ মে) সকালে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর”ক” সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের তীক্ষ্ণ দিক নির্দেশনায় বিভাগীয় টিমকে সাথে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী বড়ি মন্টুর বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । 

এ সময় মন্টুর বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরর্তীতে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক কুষ্টিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে এবং গ্রেফতার মন্টুকে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (যাহার মামলা নং-২৮ তারিখ ১৩/০৫/২৪)।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মাদক মুক্ত বাংলাদেশ আমাদের এই মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

উল্লেখ, গত ১১ নভেম্বর ২০২৩ শনিবার সন্ধ্যায় মন্টুর বাড়িতে কুষ্টিয়া গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) অভিযান চালিয়ে তাদেরকে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে মামলা দিয়ে কারগারে পাঠানো হয় তবুও থেমে থাকেনি তার মাদক ব্যবসা ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ মে ২০২৪