Print Date & Time : 25 August 2025 Monday 3:23 pm

হাইকোর্টের রায় কার্যকরের দাবি আবরারের মায়ের

কুষ্টিয়া প্রতিনিধি: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে সন্তোষ প্রকাশ করে মা রোকেয়া খাতুন দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি করেন।

রোববার দুপুরে হাইকোর্টের রায়ের পর কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে তিনি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রোকেয়া খাতুন বলেন, ‘আবরার ফাহাদ হত্যার আপিল শুনানির রায় হয়েছে আজ। হাইকোর্টেও আগের রায় বহাল থাকায় আমরা সবাই খুশি’।

তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশরূপান্তর’কে বলেন, ‘ঘটনার পর থেকে দীর্ঘ ছয় বছর ধরে দেশের মানুষ আমাদের সঙ্গে আছেন। কেউ আমাদের কাছ থেকে দূরে সরে যাননি। এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন একটাই চাওয়া, রায় যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়। এ রায় কার্যকর হলে ভবিষ্যতে এমন কাজ করতে আর কেউ সাহস পাবে না।’ সেই সাথে দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ক্যাম্পাসে যেনো এমন প্রাণঘাতি রাজনীতি না থাকে সেই অনুরোধ করছি’।

এর আগে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষ হয় গত ২৫ ফেব্রুয়ারি। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিলো। ডেথ রেফারেন্স অনুমোদন ও আসামিদের করা আপিল খারিজ করে আজ এ রায় ঘোষণা করেন হাইকোর্ট।

উল্লেখ্য ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ২য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নামধারী তারই কিছু বিপথগামী সহপাঠীরা। এ ঘটনায় সারা দেশে জনবিক্ষুব্ধতায় তোলপাড় হয়ে যায়। সংশ্লিষ্ট চকবাজার থানায় হত্যা মামলা করেন নিহত আবরার ফাহাদের বাবা। ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান। মামলার রায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদ- এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয় ট্রাইব্যুনাল।