Print Date & Time : 22 August 2025 Friday 10:16 pm

হাকালুকি হাওরে বেড়াতে গিয়ে প্রাণ গেলো তরুণের

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের হাকালুকি হাওরে বেড়াতে গিয়ে প্রাণ গেল রিয়াজুল ইসলাম (১৯) নামের এক তরুণের।

শুক্রবার (৩০শে আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত তরুণ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের বাসিন্দা ইসমাইল আলীর ছেলে।

জানা যায়, হাকালুকি হাওরের পরিবেশ টাওয়ারে বিকেলে বন্ধুদের নিয়ে বেড়াতে যান রিয়াজুল ইসলাম। সেখানে বন্ধুদের নিয়ে সময় কাটানোর একপর্যায়ে সাতারের জন্য টাওয়ারের উপর থেকে নিচে লাফ দিয়ে পড়েন তিনি। লাফ দিয়ে পড়ার পর তিনি ভেসে না উঠায় সঙ্গীরা পানিতে নামে পরে পানির গভীর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

জুড়ী থানার ওসি মেহেদী হাসান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য ব্যবস্থা করা হচ্ছে।