Print Date & Time : 21 August 2025 Thursday 9:38 am

হাটহাজারীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ ।

বুধবার (১১ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ স্কুল মাঠ থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালর দিকে উল্লেখিত স্থানে আনুমানিক ২৭/২৮ বছরের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।