Print Date & Time : 3 July 2025 Thursday 2:14 pm

হাটহাজারীতে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে অস্ত্রসহ মো.রাসেল (২৬) নামে এক ছিনতাইকারী আটক হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালের দিকে র‌্যাব-৭ কর্তৃপক্ষ অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে র‌্যাব-৭ মার্দাশা সিকদার বাড়ি এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত রাসেল নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন কুলগাও এলাকার শাহা আলমের পুত্র।

র‌্যাব সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্রসহ কয়েকজন ছিনতাইকারী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে দশটার দিকে র‌্যাবের একটি দল উল্লেখিত স্থানে অভিযানে যায়।
পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা রাসেল নামের একজন ছিনতাইকারীকে আটক করে।
এসময় আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তার দেহ তল্লাশি করে খেলনা পিস্তল এবং ০১ টি লোহার তৈরি রামদা, কাঠের বাটযুক্ত সেভেন গিয়ার বিশিষ্ট ০১টি ধারালো চাকু, একটি স্টীলের তৈরী বাটন, ০১টি লোহার তৈরী ছেনি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, সে এবং তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজস দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সাধারন পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে, স্বর্ণালংকার, মোবাইল ফোন , নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব-৭ কর্তৃপক্ষ।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, আটককৃতকে রবিবার সকালের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।