হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ ৩০ মামলার আসামি আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেতা হাটহাজারীর মো.সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) চট্টগ্রাম নগরীর লাল দিঘীর পাড় এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মারামারিসহ ত্রিশটি মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতার হওযা সুমন হাটহাজারী থানাধীন ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মৃত মুজিবুল হকের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদস্থ সন্দ্বীপ কলোনির আতংক বিভিন্ন থানায় হত্যা-অস্ত্রসহ ৩০টি মামলার আসামি মো.সুমনকে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে লালদীঘি এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, গ্রেফতারকৃত সূমনকে আদালতে পাঠানোর পর নগরীর ডবলমুরিং থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হবে।