মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ ভবন পাহারায় গেইটে অবস্থান নিয়েছে বিএনপি কর্মীসহ সাধারণ জনতা।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার ৮নং মেখল ইউনিয়ন পরিষদ গেইটে তারা এ অবস্থান নেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে মেখল ইউনিয়ন বিএনপি কর্মীরাসহ স্থানীয় বেশ কিছু জনতা পরিষদ গেইটে অবস্থান নিয়ে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আমরা গোপন সংবাদের ভিক্তিতে খবর পেয়েছি আজ যেকোনো সময় মেখল ইউনিয়ন আ.লীগের সভাপতি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী তাদের দলীয় লোকজন নিয়ে পরিষদে এসে দেশের সম্পদ ভাংচুর করে নাটক সাজিয়ে দোষটা বিএনপিকর্মীদের ঘাড়ে চাপাবেন।
খবর জানাজানি হলে আমরা মেখলবাসী সকলে এখানে এসে পাহারা বসিয়েছি যাতে কেউ দেশের সম্পদ নষ্ট করতে না পারে এবং আ.লীগের সন্ত্রাসীরা যেকোনো ধরনের অঘটন বিশৃঙ্খলা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করে এই মেখলে যাতে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে।
এ সময় তারা আরো বলেন, সরকার পতনের পর আ.লীগের সন্ত্রাসীরা এই পরিষদে এসে তারা নিজেরা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শেখ মুজিবের মুরাল সহ গেটের নাম ফলক ভেঙে বিএনপিকর্মীদের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা করে।
বক্তারা বলেন, সরকার পতনের পর থেকে আমারা মেখলের ঐতিহ্যবাহী হিন্দু ভাইদের তীর্থ স্থান আমাদের মেখলে সম্পদ শ্রী শ্রী পুন্ডরীক ধামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রাত জেগে পালা করে পাহারা দিয়ে যাচ্ছি। এসময় তারা বিনা ভোটের
চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মেখল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. সৈয়দ প্রকাশ সৈয়দ মেম্বার, জসিম উদ্দিন, তসকির আলম গুরা মিয়া, মো.নাসির, কাজী মাহবুব আলম, কাজী জকির উদ্দিন, আলী আকবর ফরহাদ প্রমূখ।