হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী পৌরসভার কামাল পাড়া যুব সংঘের আয়োজনে ইভটিজিং কিশোর গ্যাং ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যার দিকে কামাল পাড়া যুব সংঘের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. ওসমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি এমএ মান্নান।
সাইফ মোর্শেদ ও রায়হানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও সমাজ প্রধান মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ, হেফাজত ইসলামের হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার, হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক ইমরান।
সভায় বক্তারা বলেন, পৌরসভার কামাল পাড়া সহ নানাস্থানে মাদকের ছড়াছড়ির কারনে চুরিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা বৃদ্ধি পেয়েছে। অভিযোগ আছে বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীরা ইভটিজিংয়ে শিকার হয় কিশোর গ্যাংয়ের কাছে। মারামারিসহ প্রকাশ্যে মাদক সেবন করে এসব বখাটেরা। এসবের বিরুদ্ধে কেউ কিছু বললে উল্টো তাঁদের হাতে নাজেহাল হতে হয়। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
মডেল থানার উপ-পরিদর্শক এমরান বলেন, মাদক, চুরি, কিশোর গ্যাং ও ইভটিজিং রুখে দিতে প্রথমে এলাকাবাসীকে সোচ্চার হতে হবে। এসব অপকর্ম বন্ধে থানা-পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। পুরো হাটহাজারীকে মাদক, কিশোর গ্যাং ও বখাটেমুক্ত করতে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, এলাকার মুরুব্বি মোঃ জাহাঙ্গীর আলম ও উজ্জ্বল সেন, কামাল পাড়া যুব সংঘের সম্মানিত সিনিয়র সদস্য মোঃ জসিম উদ্দীন, কামাল পাড়া যুব সংঘের সম্মানিত সিনিয়র সদস্য মোঃ নাছির উদ্দিন ও কামাল পাড়া যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্যরা
প্রিন্ট করুন
Discussion about this post