হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে অভিনব কৌশলে প্রতারনার মাধ্যমে জারিয়া বেগম( ৫২) নামে এক নারীর সর্বস্ব ছিনতাই করে নিয়ে গেছে
প্রতারক চক্র।
এই ঘটনায় ভুক্তভোগী জারিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মঙ্গলবার (১২ মার্চ) বেলা তিনটার দিকে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. মহিউদ্দিন সুমন এ প্রতিবেদক কে অভিযোগ দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মদুনাঘাট এলাকায় সোমবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ জহুর কাজী বাড়ির আবদুল আজিজের স্ত্রী জারিয়া বেগম গত সোমবার বাড়ি থেকে বের হয়ে মদুনাঘাট এলাকায় একটি ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যায়। তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হলে প্রতারক চক্রের এক সদস্য তাকে ইউ পি চেয়ারম্যান যেতে বলছে বলে স্থানীয় সিএনজি স্টেশনে নিয়ে গিয়ে জোর করে গাড়িতে তোলেন। গাড়িতে তুলে তার কাছে রক্ষিত ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ৫০ হাজার টাকা, তার পরিহিত স্বর্নের কানের দুল, আংকটি, চেইন ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে জোর করে নামিয়ে দিয়ে প্রতারক চক্রের সদস্যরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় তিনি মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।
জানতে চাইলে মঙ্গলবার বিকাল তিনটার দিকে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. মহিউদ্দিন সুমন এ প্রতিবেদক কে বলেন, আমরা এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছি। আশা করি খুব দ্রুত তাদের আটক করতে পারবো।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post