Print Date & Time : 10 May 2025 Saturday 6:08 pm

হাটহাজারীতে এবার ইউপি সদস্যের দোকানে দুর্ধর্ষ চুরি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে মুখে মাস্ক পরে অভিনব কায়দায় এবার এক ইউপি সদস্যের দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী চুরির দুর্ধর্ষ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা একটার দিকে এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় দোকান মালিক ব্যবসায়ী নাজিম উদ্দীন আহম্মদ বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাত ১ টা ৩৯ মিনিটের দিকে উপজেলার মেখল ইউনিয়নস্থ সত্তারঘাট এলাকার আহমেদ ট্রেডার্স নামক হার্ডওয়্যার এবং ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে এ চুরির ঘটনা সংঘটিত হয়।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সোমবার রাত দশটার দিকে প্রতিদিনের মত দোকান বন্ধ করে দোকান মালিক নাজিম নিজের বাড়ীতে চলে যান। পরদিন মঙ্গলবার ৫ নভেম্বর সকাল নয়টার দিকে তিনি নিজের দোকানের দরজা খোলে দেখেন দোকানের উপরের টিন কাটা। সাথে সাথে দোকান মালিক নাজিম বিষয়টি আশপাশের দোকান মালিকসহ অন্যান্য লোকজনদের জানান। পরে দোকানের ভেতর ঢুকে দেখন দোকানে থাকা বিভিন্ন কোম্পানীর ইলেকট্রিক তার, বাথরুম ফিটিংস সামগ্রী, ইলেক্ট্রনিক্স মূল্যবান সামগ্রী নাই। চুরিকৃত সামগ্রীর আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লক্ষাধিক টাকা। দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ওই রাত আনুমানিক একটা চল্লিশ মিনিটের দিকে ৮নং মেখল ইউপির অন্তর্গত সত্তার ঘাট রাস্তার মাথায় বাদির ব্যবসা প্রতিষ্ঠান আহমেদ ট্রেডার্স নামক ওই দোকানের উপরের টিন কেটে অজ্ঞাত চুর দোকানের ভেতরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। এবং এসময় তারা দোকানের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। যার কারনে চোরকে সনাক্ত করা সম্ভব হচ্ছেনা।

দোকান মালিক গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার ব্যবসায়ী নাজিম উদ্দীন আহাম্মদ জানান, রাতে আমি সিসি ক্যামেরা বন্ধ দেখে ওই বাজার পাহারাদারকে ফোন করেছিলাম, তিনি সব ঠিক আছে বলে আশ্বস্ত করেছিলেন। তারপর সকালে দোকানে এসে দেখি এ অবস্থা। আমি এঘটনায় থানায় অভিযোগ করেছি।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান বেলা দেড়টার দিকে জানান, দোকান চুরির একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তদন্ত চলছে এবং খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রসংঙ্গত, সম্প্রতি হাটহাজারী বাজারসহ আশেপাশের এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন পূর্বে পৌরসদরের মেডিকেল গেইট এলাকার ডালিয়া নুসরাত মেমোরিয়াল টাওয়ারের নিচের “এম কে ট্রেডার্স এন্ড টাইলস হাউজ” নামক প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। চোরের চক্র ওই দোকান থেকে বারো লক্ষাধীক টাকার মূল্যবান সামগ্রিক চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গত ২ নভেম্বর শনিবার হাটহাজারী মডেল থানায় তিনি বাদী হয়ে একটি অভিযোগ করেছিলেন বলেও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সিরাজুল ইসলাম।