হাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে দুই দিনে নারী ও শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। পৌরসদর ও পৌরসভার আলীপুর, দেওয়াননগর ও ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে এই আহতের ঘটনা ঘটেছে। আহতদের স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে প্রেরন করা হয়।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সহ গত ২ দিনে উপজেলার আওতাধীন পৌরসভার আলীপুর, দেওয়াননগর ও ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে হঠাৎ পাগলা কুকুর এসে এলোপাতাড়ি লোকজনকে কামড়ায়। এতে নারী ও শিশুসহ ২৭ জন আহত হয়। আহতরা হলেন-কানিশ ফাতেমা (১০), আনোয়ার (৫৮), জুয়েল (২২), রাশেদা (৩০), ফরহাদ (২৫), শরীফ হোসেন (২০), শাহ আলম (৬০), মাহমুদ (৩২), ফায়েজ আহমেদ (৩২), আব্দুর রহমান (২২), রুবেল রানা (৩৮), আবুল বাসার (৩২), মহিউদ্দিন (৪৫), রুবেল (২৪), শাহেদ (২০) এরশাদ (২৫), শাহাআলম (৪৩), আলাউদ্দিন (৪২), সাইফুল (৩২), আবু বক্কর (২৯), লোকমান (৩৭), এমদাদ (৩৫), আবু বকর (২২), জাবেদ (২৯), মোনতাকিম (২৯), তাহিম (১৪) ও আনেশা (২৭)।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ একুশে পত্রিকাকে জানান, পাগলা কুকুরের কামড়ে আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হলেন-কানিশ ফাতেমা (১০), আনোয়ার (৫৮), জুয়েল (২২), রাশেদা (৩০), ফরহাদ (২৫) এবং শরীফ হোসেন (২০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রিফায়াত আরা পপি জানান,আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানের পাশাপাশি জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, পাগলা কুকুরের কামড়ে ২৭ জন আহত হবার সত্যতা নিশ্চিত করেছেন।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের কাছে পাগলা কুকুরের উপদ্রব বন্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, পাগলা কুকুর চিহ্নিত করণে পৌরসভা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি টিম কাজ করছে। পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি জলাতঙ্ক ভ্যাকসিন পৌরসভা থেকে সরবরাহ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৪,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post