মো.আলাউদ্দীন, হাটহাজারীঃহাটহাজারীতে ইউছুপ নামের এক গেরস্থের দুই লক্ষাধিক টাকা মুল্যের ২টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (০৬ জুলাই) ভোর রাতের দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ চারিয়া মহিলা মাদ্রাসার উত্তর পাশের ইউছুপের বাড়ির গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি হয়।
ক্ষতিগ্রস্ত গেরস্থ ইউছুপ শনিবার সকালের দিকে জানান, গত রাতে প্রতিদিনের মতো আমার দুইটি গরু গোয়াল ঘরে বেঁধে ঘরের দরজা বদ্ধ করে রাত ২ টার দিকে ঘুমাতে যায়।
শনিবার সকালে ঘুম থেকে উঠে গবাদি পশুগুলো ঠিকঠাক আছে কিনা চেক করতে ঘরের দরজা খোলতেই দেখি আমার বসত ঘরের দরজায় বাইরে হুক লাগানো। পরে আশে পাশের লোকজনের সাহায্যে বাইরে থেকে দরজায় লাগানো হুক খোলে বের হয়ে দেখি গেইটের তালা ভাঙ্গা এবং গোয়াল ঘরের সামনে দরজায় লাগানো তালার সিকল কাটা অবস্থায নিচে পড়ে আছে। ভেতরে প্রবেশ করে দেখি ঘরে রাখা আমার দুটি গরু নাই। বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে গরু দুটি কিনেছিলাম। গত ০৯ মে মাসের ৯ তারিখ একটি গরু বাছুর জন্ম দিলেও তা জুন মাসের ১৪ তারিখ অর্থাৎ এক মাস পাঁচ দিন পরেই মারা যায়। এখন বিভিন্ন জনের কাছ থেকে করা ধার দেনা শুধ করবো কিভাবে, কিছুই মাথায় আসছেনা। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
সংশ্লিষ্ট ইউপি সদস্য জসিম শনিবার বেলা ১২ টার দিকে জানান, এ ধরনের কোনো ঘটনা এখনো পর্যন্ত আমাকে কেউ জানায়নি।
এ ব্যাপারে জানতে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন খান এর মুঠোফোনে রিং দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post