মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে ঘর দখলে নিতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। শুক্রবার(১২ মার্চ)দুপুরের দিকে চিকনদন্ডী ইউনিয়নের কাজীপাড়ার কাজীবাড়ীতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, কাজীপাড়ার সিদ্দিক আহমেদের ছেলে রাসেল এ ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় গত ফেব্রুয়ারি মাসেও একটি জিডি করা হয়েছিল। কাজীপাড়ার কাজীবাড়ীর সাবেক ব্যাংকার কাজী মাহাবুবুল আলমের বসতভিটা দখলের উদ্দেশ্যে একাধিকবার চেষ্টা চালায় রাসেল। এক পর্যায়ে গত বুধবার মধ্যরাতে দলবল নিয়ে কাজী মাহাবুবুল আলমের ঘর দখল করে নেন তিনি। গতকাল শুক্রবার স্থানীয় লোকজন দখল ছেড়ে দিতে বললে রাসেল তার দলবল নিয়ে হামলা চালায়। এতে হামলায় কাজী ফারুক, কাজী মিজানসহ ৫ জন আহত হয়।
স্থানীয়রা জানান, হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল মুজাহিদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে আসে। পরে অবৈধ দখল করা ঘর থেকে রাসেলকে বের করে দেয়া হয় বলে জানান তিনি। এ বিষয়ে কাজী মাহাবুবুল আলমের পুত্র কাজী মিজান বলেন, ‘ঘরটি বিগত ৬০ বছর আগে আমার বাবা নির্মাণ করেন। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post