Print Date & Time : 9 September 2025 Tuesday 8:09 am

হাটহাজারীতে চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারী উপজেলায় মহিষ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালের দিকে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার ৪ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নগরের চান্দগাঁ এলাকার মৃত আবু জাফরের পুত্র মো. নাছির ড্রাইভার (৩৫), মোস্তফার পুত্র মো. ইবরাহিম (৩৫), বাকলিয়া এলাকার শাহ আলমের পুত্র মো. শামসুল হক সবুজ (২২), আগ্রাবাদ বেপারী পাড়া এলাকার নুরুল আবছার কসাই (৫৫) ও ইয়াছিন আরফান (২২)। তাদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কোন মহিষ উদ্ধার করা যায়নি।

থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ২ ও ৩ জানুয়ারি হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকা থেকে মহিষ চোরের ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা দায়েরের পর চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//