Print Date & Time : 21 August 2025 Thursday 11:10 pm

হাটহাজারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃহাটহাজারীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠাধারী ‘আওয়ামী সন্ত্রাসীদের’ তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকালের দিকে পৌরসভার ডাকবাংলো চত্তরে জামায়াত ইসলামী বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবিরের সাবেক কেন্দ্রিয় নেতা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল জব্বার।

জামায়াতের উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক শোয়াইব চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারী মো: ইব্রাহীম, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, মাওলানা সাইফুদ্দীন চৌধুরী, হাটহাজারী পৌর আমীর মিজানুর রহমান, বায়তুলমাল সেক্রেটারী মো: ইমরান হোসেন, সাবেক ছাত্রনেতা আসলাম মোরশেদ চৌধুরী প্রমুখ।

পরে বাদ আসর সমাবেশ শেষে ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসভা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাটহাজারী মাদরাসার সামনে এসে শেষ হয়।