মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল কেয়ার কে মোট দেড় লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যশণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এর নেতৃত্বে এ অভিযান চালানো হ।
জানা যায়, পৌরসদরস্থ হাটহাজারী বাজারের “ফেয়ার বেল ডায়াগনস্টিক কমপ্লেক্স’ এ মেয়াদ উত্তীর্ণ সরঞ্জাম ও অন্যান্য অব্যবস্থাপনা এর কারণে ৫০ লাখ টাকা এবং এস ডেন্টাল কেয়ারের বিজয় কুমার দে কে ভূল পদবী ব্যবহার করে ডেন্টাল কার্যক্রম চালানোর অপরাধে ১ লাখ টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে তা আদায় করা হয় ।
অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান মঙ্গলবার বিকালের দিকে জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এইচ//