হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় দুই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। সোমবার (১৪ আগস্ট) বিকালের দিকে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ খিল্লাপাড়ার কুতুব চৌধুরী বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ খিল্লাপাড়ার কুতুব চৌধুরী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে মো.রেজাউল করিম ও মো.শাহাজাহান (আজম) নামে দুই ভাইয়ের ৬ কক্ষ বিশিষ্ট দুইটি কাঁচা বসত ঘর ও ঘরের যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ধারনা করেছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো.শাহাজাহান জানান, ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অর্থ খাদ্য সামগ্রী ও কম্বল প্রদান করেন।
উল্লেখ্য গত বুধবার দিবাগত রাতে ৮ নং মেখল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ নোয়ামিয়া সওদাগর বাড়িতে এক অগ্নিকান্ডে ৬ পরিবার একেবারে নিঃস্ব হয়ে যায়। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছিলেন স্হানীয় ও ক্ষতিগ্রস্তরা।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৪,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post