‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতেবিভিন্ন শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্ত্বর হয়ে চট্টগ্রাম-রাউজান সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসনসহ সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণের পর উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার মো. মশিউজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম. রাশেদুল আলম। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লতিকা রত্না মান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে,
হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।
এ ছাড়া দিবসটি উপলক্ষে উদ্বোধনী ও পদক বিতরণ অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপভোগ করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post