মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে ফাহমিদা আক্তার তারিন (২৪) নামে নারীর ঝু্লন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ নুর আলী মিয়ারহাট এলাকার লাতু চৌধুরীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের স্বামীর পরিবারের লোকজন জানায় উল্লেখিত এলাকার লাতু চৌধুরী বাড়ির মো.রুবেলের স্ত্রী এক সন্তানের মা তারিন ঘটনার দিন সকাল ১০টার দিকে তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
তবে নিহত তারিনের বাবাসহ স্বজনদের দাবি তারিন কে নির্যাতন করে হত্যার পর আত্নহত্যা বলে চালিয়ে দিতে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
স্বজনরা জানান, বিয়ের পর থেকেই স্বামীসহ শশুড়বাড়ীর লোকজন তারিনকে নির্যাতন করে আসছিলো। তারিন সন্তানের দিকে তাকিয়ে সব নির্যাতন অত্যাচার সহ্য করে যাচ্ছিলো ।
এদিকে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। আর এ ব্যাপারে অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post