Print Date & Time : 13 September 2025 Saturday 7:25 am

হাটহাজারীতে পাবলিক সার্ভিস দিবস উদযাপন

চট্টগ্রামের হাটহাজারীতে “সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। 

রবিবার (২৩ জুলাই) এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহিদুল আলম। 

সভায় দিবসের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন শিকদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কননগো, উপজেলা,সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক সাইদুজ্জামান, প্রকৌশলী জয়শ্রী দে, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, গণমাধ্যম কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন কেশব কুমার বড়ুয়া, অধ্যাপক আবু তালেব, বোহান উদ্দীন ও সমাজকর্মী ডাঃ গোবিন্দ প্রসাদ মহাজন।  পূর্বাহ্নে একটির্্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৩,২০২৩//