মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারী পৌরসভার বিগত সরকারের সময়ে সহায়ক সদস্য পদে দেয়া দলীয় লোকদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে বিএনপি’র কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের নির্দেশনায় হাটহাজারী পৌরসভা চত্তরে এ কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীতে হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন (সাবেক চেয়ারম্যান),
পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মো.আব্দুল শুক্কুর কাউন্সিলর, মেখল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.তকিবুল হাসান চৌধুরী তকি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ২০১২ সালের ৯ আগস্ট স্থানীয় সরকার কর্তৃক হাটহাজারী ইউনিয়ন পরিষদ কে পৌরসভা ঘোষণা করা পর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার ১২ জনকে কাউন্সিলর এবং রাজনৈতিকভাবে ১৬ জনকে সহায়ক সদস্য করে পৌরসভা গঠন করা হয়। সহায়ক সদস্য পদে বিগত স্বৈরচারিনী সরকারের যেসব দলীয় লোক নিয়োগ করা হয় তারা বিভিন্ন সময় পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। পৌরসভায় সেবা নিতে আসা বিভিন্ন এলাকার জনসাধারণ থেকে তারা ঘুষ বাণিজ্য করেছে। পৌরসভা ঘোষণার পর থেকে কোন প্রকার নির্বাচন না দিয়ে বাবু গোবিন্দ্র প্রসাদ মহাজন, শিমুল মহাজন, মো.জসিম উদ্দিন মৃত, দিদারুল আলম বাবুল, মো.শামসুল আলম চৌধুরী, মো.নাছির উদ্দিন, মো.সাইদুল হক খোকন, মো. সালাউদ্দিন মানিক, মো.তোফাজ্জল হোসেন ফোরকান, মো.আজম উদ্দিন, শাহজাদা স. ম. এনাম, হাজী মো.রফিক, মো.নাজিম উদ্দিন, রঞ্জিত নাথ, ওসমান কবির রাসেল, মো:.শাহেদ সহ দলীয় রাজনৈতিকভাবে সহায়ক সদস্য করা ১৬ কে নিয়োগকৃত সহায়ক সদস্যপদগুলো বাতিল করতে হবে।

Discussion about this post