হাটহাজারীতে বিভিন্ন রোগের খুব সহজ ও স্থায়ী সমাধান দেযার নামে প্রতারনার দায়ে মোঃ আনোয়ার হোসেন নামের এক পল্লী চিকিৎসক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (০২ নভেম্বর) বিকালের দিকে পৌরসদরের বাস স্ট্যান্ড সংলগ্ন বাড়িপাড়া রোডের শান্তি ফার্মেসি’তে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, উল্লেখিত শান্তি ফার্মাসিতে বসা ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকার বাসিন্দা মো.আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের রোগের খুব সহজ ও স্থায়ী সমাধান দেয়ার নামে সহজ সরল মানুষদের সাথে প্রতারনা করে আসছিলেন।
গোপন তথ্যের ভিক্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অভিযোগসমূহের সত্যতা পান। এ সময অভিযুক্ত ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট নিজেকে পল্লী চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তবে দীর্ঘদিন ধরে উক্ত পল্লী চিকিৎসক নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে হাটহাজারীর আনাচে-কানাচে বিভিন্ন রোগের চিকিৎসা দেযার নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আসছিলেন।
অভিযান পরিচালনার সময় সাথে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান খান অভিযোগসমূহ যাচাই করেন। এসময় মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি অভিযুক্ত পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ডাক্তার পদবী পরিবর্তন করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও,) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০২,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post