মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীতে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় আজ বুধবার চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন ১৫২টি দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার।
হাটহাজারী পৌরসভা ও উপজেলার মির্জাপুর ইউনিয়ন এবং ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় এসব ঘর দেওয়া হবে।
আজ বুধবার ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মতো হাটহাজারীতেও এসব নতুন ঘর হস্তন্তর করবেন।
গত সোমবার (২০ মার্চ) বিকালের দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম নিজ কার্যালয়ে সংবাদ সম্মলন করে সাংবাদিকদের এই তথ্য জানান।
উপজেলা নির্বাহী অফিসার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। ঐ লক্ষ্য পূরণে তিনি অন্ন,বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণ এর ব্যবস্থা নিশ্চিত করণের বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করেন, এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ১ম সরকার গঠনের পর ১৯৯৭ সালে আশ্রয়হীনদের পুনর্বাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম উদ্যোগ হিসেবে গ্রহণ করেন ‘আশ্রয়ণ প্রকল্প’। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তাঁর কন্যা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেন।
ইতিপূর্বে হাটহাজারীতে ১ম, ২য় ও তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মধ্যে মোট ১০৯ টি ঘর প্রদান করা হয়েছিলো। এবার তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ে ১৫২ টি ঘরের মধ্যে হাটহাজারী পৌরসভায় ৬৪ টি, মির্জাপুর ইউনিয়নে ৬৩ টি এবং ফরহাদাবাদের মাহমুদাবাদ এলাকায় ২৫ টি ঘর হস্তান্তর করা হবে।
হাটহাজারীর এ অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নুরুল আলম বাসেক ও শামীমা আফরীন মুক্তা,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে নতুন ঘরে উঠতে পারবে এমন খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে বলে সূত্রে জানা গেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post