Print Date & Time : 14 September 2025 Sunday 7:12 am

হাটহাজারীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও নতুন ভবন উদ্বোধন

হাটহাজারীর উপজেলার ৬ নং ছিপাতলী ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও নতুন দ্বি-তল ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুর ১ টার দিকে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ম্যুরাল ও ভবনের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, সৈয়দ মনজুরুল আলম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।

একইদিন বিকালের দিকে ছিপাতলী ইউনিয়নের কাজির খীল এবি সড়কের আরসিসি ঢালাই ও গার্ডার ব্রিজ এবং নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন ও নাঙ্গলমোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

দৈনিক দেশতথ্য//এইচ//