Print Date & Time : 22 August 2025 Friday 9:21 pm

হাটহাজারীতে বন্যায় ১’শ] সাড়ে সাতচল্লিশ কোটি টাকার ক্ষতি

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ হাটহাজারীতে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান একশত সাড়ে সাত চল্লিশ কোটি টাকা ছড়িয়েছে।

গত কিছুদিন পূর্বে হওয়া টানা প্রবল বর্ষণে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন দপ্তর।
এ বন্যায় বাড়ীঘর, গবাদিপশু, শস্যক্ষেত, বিদ্যুৎ লাইন, মোবাইল টাওয়ার, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, বনায়ন ও নার্সারী, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও মৎস্য সহ বিভিন্ন খাতের ক্ষতি হয়েছে।

জানা যায়, হাটহাজারী উপজেলার আওতাধীন ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে বন্যায় অন্তত ১৬৫০ টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় (২১,৩,০০০০০) একুশ কোটি তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

অপরদিকে,বন্যার ফলে উপজেলার প্রায় প্রতিটা ইউনিয়নের সড়ক ভেঙ্গে গেছে। এর মধ্যে পাকা সড়ক নষ্ট হয়েছে ১০৩.৬৫ কিলোমিটার। ইট খোয়া নির্মিত ৮০.৪২ কি.মি এবং কাঁচা সড়ক ৮৭.৫৩ কি.মি.। এতে ক্ষতি হয়েছে প্রায় (১১০,৩৮,৭৩০০০) একশ দশ কোটি আটত্রিশ লক্ষ তেয়াত্তর হাজার টাকা।

উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে বলেন, ইতিমধ্যে ক্ষয়ক্ষতির তালিকা সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।

কৃষি অফিসের তথ্য মতে, ১৬৫৯ হেক্টর আউশ, আমন বীজতলা, রোপা আমন ও শাকসবজি বন্যায় পানিতে তলিয়ে গেছে। যার ক্ষতির পরিমান বীজতলা ৯০ হেক্টরসহ আনুমানিক (২৪,৬২,১৩,০০০) চব্বিশ কোটি বাষট্টি লাখ তের হাজার টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে পোল্ট্রি ফার্মও।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়াজ মোর্শেদ বলেন, পৌরসভা ও উপজেলার ইউনিয়ন এবং বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে (১৪৭,৫৯,৭৩,১৬০) একশত সাতচল্লিশ কোটি উনষাট লক্ষ তিয়াত্তর হাজার একশত টাকার একটি সম্ভাব্য ক্ষয়-ক্ষতির তালিকা পাওয়া গেছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান রবিবার “সময়ের আলো” কে জানান, ক্ষয়ক্ষতির তালিকা পেয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে এ তালিকা পাঠানো হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সবাই সমন্বয় করে ক্ষতি সারাতে কাজ শুরু করবেন।