Print Date & Time : 13 September 2025 Saturday 4:12 pm

হাটহাজারীতে বিএনপির নেতা শুক্কুুর গ্রেফতার

হাটহাজারীতে মো.আব্দুল শুক্কুুর (৫২) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ দুপুরের দিকে গণমাধ্যমকে ওই নেতাকে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দিবাগত রাতে পৌরসভার ৭ নং ওয়াডস্থ পশ্চিম আলমপুরের ছালেহ আহমদ মেম্বার বাড়ির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক বিএনপি নেতা আব্দুল শুক্কুর ওই বাড়ির মৃত ছালেহ আহমদের পুত্র। তিনি হাটহাজারী পৌরসভা ওয়ার্ড বিএনপির সভাপতি।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া বিএনপি নেতা আব্দুল শুক্কুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিস্ফোরক মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে। গোপন সংবাদের ভিক্তিতে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় গতকাল রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে গ্রেফতারকৃত বিএনপি নেতা আব্দুল শুক্কুরের ভাগিনা ব্যবসায়ী শাহজাহান বলেন, আমার মামা সহজ সরল নিরীহ মানুষ। তিনি কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত নয়।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার শুক্কুরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//