Print Date & Time : 13 September 2025 Saturday 7:53 pm

হাটহাজারীতে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবদুল মান্নান (২৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

সূত্রে জানা যায়, উপজেলার শিকারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাথুয়া গ্রামের আবদুস সত্তারের পুত্র ১ সন্তানের জনক ।

আবদুল মান্নান গত মঙ্গলবার বিকালে গাছের ডাল কাটতে গিয়ে অসতর্কতাবসত বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় । পরে স্থানীয় লোকজন গুরুতর আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা জন্য ভর্তি করান।

ওইদিন দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

শিকারপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এস//