Print Date & Time : 22 August 2025 Friday 1:57 pm

হাটহাজারীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে অর্থ দন্ড

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার আইনে চার দোকান মালিককে অর্থ দন্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার ইছাপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনার সময় বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না থাকা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চার দোকান মালিককে ৪টি মামলায় সর্বমোট সাড়ে আট হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়।
এসময় স্যানিটারি ইন্সপেক্টর এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দসহ হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমীন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।