চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিদ্যালয় মিলনায়তনে উক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা সভাপতি অধ্যক্ষ মোহম্মদ ইউনুছ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী।
বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ সায়েম ও শিক্ষার্থী তাসমিন আক্তার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাইনুদ্দিন মজুমদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য বিজয় কৃষ্ণ চৌধুরী ও অভিভাবক সদস্য রহমত উল্লাহ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন তিন শিক্ষককে সংবর্ধিত করা হয়। এরা হলেন হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব, কিউএনএস শিপিং লজিস্টিক লিমিটেডের এইচআর অ্যান্ড এডমিন মোহাম্মদ লোকমান এবং রুবি সিমেন্ট সেলস প্রোমোটার মো. জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ে সহকারী শিক্ষক নাসিম আক্তার, শিক্ষার্থী শাহিন উদ্দিন, সানজু আক্তার, আজিজুল্লাহ হায়দার, আফিয়া আলি ফাতেমা, নাজমা আক্তার ও তাজবীর হোসাইন।
এদিকে, আলোচনা সভার শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৫,২০২৩//

Discussion about this post