Print Date & Time : 13 May 2025 Tuesday 11:33 am

হাটহাজারীতে বেগম রোকেয়া দিবস উদযাপন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে এ উপলক্ষে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দূর্নীতি দমন কমিশন উপ- সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা।

অনুষ্ঠানে তিনজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হাটহাজারী পৌরসভার নিগার শারমিন, ফতেপুর ইউনিয়নের সফল জননী মনোয়ারা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী পৌরসভার শাহনাজ আক্তার। পরে এ তিন জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট, প্রাইজ বন্ড ও সনদপত্র প্রদান করে অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানে জয়িতাদের পক্ষে বক্তব্য রাখেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা হাটহাজারী পৌরসভার নিগার শারমিন।