হাটহাজারীত মহাসমারোহে ভাবগম্ভীর পরিবেশে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা তথা ভাদ্র পূর্ণিমা পালিত হয়েছে।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) উপজেলার আওতাধীন ১৫ টি বৌদ্ধ বিহার তথা মন্দিরে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে এ মধু পূর্ণিমা পালন করা হয়।
এ উপলক্ষে মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্ব শান্তি প্যগোডা, জোবরা সুগত বিহার, গৌবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির, মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার, রুদ্রপুর ধর্মরত্ন বিহার, গুমানমর্দ্দন শান্তি বিহার গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহার, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার, বালুখালী জগৎ জ্যোতি বিহার, মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর গৌতমাশ্রম বিহার, গুমানমর্দ্দন আরিয়া ওয়ানচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বিহারে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করেন।
কর্মসূচির মধ্যে ছিল ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ। জাতীয়, ধর্মীয় ও স্ব স্ব সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, মধু দান, পঞ্চশীল ও উপসতশীল গ্রহন, ভিক্ষসংঘ উপসতশীলধারীদের মধ্যান্ন ভোজন, মধু পূর্ণিমার তাৎপর্য শীর্ষক ধর্মীয় আলোচনা, সীমিত পরিসরে আলোকসজ্জা, বুদ্ধ কীর্তন, প্রদীপ, গিলানো প্রত্যয়, বৈশজ্যিক পূজা, সমবেত প্রার্থনা, দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নতি ও সার্বিক মঙ্গল কামনায় পূন্যদান ও সমবেত উপাসনার মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষিত হয় বলে জানান হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদ।
এদিকে শনিবার সকাল ৯ টায় মির্জাপুর গৌতমাশ্রম বিহারের নান্দনিক ধর্মানন্দ মিলনায়তনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব পন্ডিত শ্রীমৎ শান্তপদ মহাস্থবির ৩৫তম স্মরণ সভা,অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ অনুপম।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৯,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post