হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে গভীর রাতে একটি মাজারে দুর্বৃত্তদের হামলার উদ্যোগ ভন্ডুল করে দিয়েছে বলে দাবি করেছেন ওই এলাকাবাসী।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাত আনুমানিক প্রায় এগারটার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কাটিরহাটের শফি নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে শফিনগর এলাকায় অবস্থিত মোগল আমলের অলী হযরত শাহ্ মনোহর (র)’র মাজারের পাশে ৮/১০ টা মোটরসাইকেল যোগে বেশ কিছু দুর্বৃত্ত জড়ো হয়। এ দৃশ্য মাজারের পাশের এলাকার বাসিন্দারা আচ করতে পেরে স্থানীয় মসজিদের মাইকে মাজারে হামলা করতে দুর্বৃত্ত আসছে বলে ঘোষণা দিলে কৌশলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে মাইকে দেয়া ঘোষণা শুনেই পুরো এলাকার বিভিন্ন বয়সী মানুষ মাজার এলাকায় ছুটে আসে। পরে এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে দলে দলে আল্লাহর ওলি প্রেমি মাজার ভক্তরা ঘটনাস্থলে জড়ো হতে থাকে। অল্প সময়ের ব্যবধানে পুরো এলাকাটি লোকে লোকারণ্য হয়ে উঠে। এসময় তারা “নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান” সহ নানান শ্লোগান দিতে থাকে।
মাইকে ঘোষণা শুনে ঘটনাস্থলে ছুটে আসা ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম উদালিয়া গ্রামের বাসিন্দা মো.হাবিবুর রহমান,মনজুরুল িস লাম, হাসান মানিক, তসলিম, আবছার সহ একাধিক ভক্ত সাধারণ রাত একটার দিকে এই প্রতিবেদককে জানান, মাত্র গত দুইদিন পূর্বে (২২ মাঘ) আলী হযরত শাহ্ মনোহর (র)’র এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
আর বর্তমানে মাজারটির সংস্কার কাজও চলছে। এর মধ্যে যে বা যারাই এ ধরনের নিন্দনীয় কাজ করার, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার দুঃসাহস দেখিয়েছে তাদের সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা নবী ওলি প্রেমিকরা নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর ওলিদের মাজার রক্ষা করবো।
এদিকে ঘটনার পর পর “বাংলাদেশ আওয়ামীলীগ” নামক ফেসবুক পেইজ থেকে একটি পোষ্ট করা হয় যা নিম্নরুপ –
‘শুরু হোক জনতার প্রতিরোধ!
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ফরহাদবাদ ইউনিয়ন শিবির ও সমন্বয়ক নামধারী সন্ত্রাসীরা আওয়ামী নেতাদের বাসায় হামলা চালাতে আসলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়।’
মাজারে হামলার ঘটনার ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন শুক্রবার দিবাগত রাত একটার দিকে “সময়ের আলো” কে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাজারে হামলা হয়েছে এমন কোনো ঘটনা ওখানে ঘটেনি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে, বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post