মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) ।। চট্টগ্রামরে হাটহাজারী সদরের যেখানে সেখানে আবর্জনা ফেলার কারনে পরিবেশ দূষিত হচ্ছে বলে জানা গেছে। যার কারনে মশা-মাছির উপদ্রব বৃদ্ধিসহ স্বাস্থ্যঝুঁকিতে আছেন ওই এলাকার বাসিন্দারা।
জানা যায়, হাটহাজারীর ৭ নম্বর সদর ইউনিয়ন পরিষদ ২০১২ সালে পৌরসভায় উন্নীত হওয়ার ১০ বছর পার হলেও পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে এখনো ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা নেওয়া যায়নি। বেশির ভাগ ওয়ার্ডে ডাস্টবিন না থাকায় বাসাবাড়ির নিত্যদিনের ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলায় পরিবেশ নোংরা হচ্ছে। সড়কের পাশে ফেলা ময়লার দুর্গন্ধে দূষণের শিকার হচ্ছেন এলাকার বাসিন্দাসহ রাস্তায় চলাচলকারীরা কোমলমতি শিক্ষার্থীরাও। নাক-মুখ চেপে চলাফেরা করতে হচ্ছে তাদেরকে। পৌর কর্তৃপক্ষের দূষণের এই অত্যাচার থেকে মুক্তি চান এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজিজিয়া মজিদিয়া সড়কস্থ শায়েস্তা খাঁ পাড়ার নাছরিন ভবনের পূর্ব পাশে জমাদার বাড়ীর প্রবেশ মুখে, পৌর সদরের পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের পশ্চিমে, উপজেলা পরিষদের সামনে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় গেইটের পাশে, রাঙামাটি মহাসড়কের সড়ক ও জনপথ অফিসের পশ্চিমে, বাস স্টেশনস্থ কলাবাগান মসজিদের সামনে, হাটহাজারী- নাজিরহাট মহাসড়কের বড় মাদ্রাসার সামনে, কামাল পাড়া যুবসংঘ ক্লাবের পাশে ব্রিজের উপরসহ বিভিন্ন ওয়ার্ডের আশপাশের বিভিন্ন স্থানে ফেলে থাকে। আবাসিক এলাকায় পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা ময়লাবাহী ট্রাকগুলো প্রতিদিন যখন একের পর এক আসা-যাওয়া করে তখন এলাকার বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এছাড়া ট্রাকগুলো থেকে ময়লা বহনের সময় তা রাস্তায় পড়ে পরিবেশ দূষণ ও দুর্গন্ধ ছড়ায়।
শাহাজালাল পাড়াসহ সংশ্লিস্ট এলাকার একাধিক বাসিন্দারা জানান, “চলাচলের সড়কের পাশে ময়লা ফেলার কারণে সবসময় তীব্র দুর্গন্ধের কারনে স্বাভাবিক চলাফেরা করাটাই মুশকিল হয়ে পড়েছে। দুর্গন্ধে অনেক সময় বমিও চলে আসে।অতিষ্ঠ হয়ে গেছি আমরা।”
এ বিষয়ে হাটহাজারী পৌরসভার নির্বাহী সচিব বিপ্লব মুহুরীর সাথে কথা হলে তিনি জানান, পৌরসভার বাসিন্দারা তাদের বাড়ির পাশে স্থায়ীভাবে ডাস্টবিন বসাতে না দেওয়ার কারণেই আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহিদুল আলম বলেন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে স্থায়ী ডাস্টবিন বসানোর উদ্যোগ নেওয়া হলেও বাড়ির মালিকরা জায়গা না দেওয়ায় ডাস্টবিন বসাতে পারছি না। তবে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা প্রতিদিন ময়লাগুলো নিয়ে যায়। জনদুর্ভোগ লাঘবে আমরা সর্বোচ্চ চেস্টা চালিয়ে যাচ্ছি।
আর//দৈনিক দেশতথ্য//৮ সেপ্টেম্বর-২০২২
প্রিন্ট করুন
Discussion about this post