মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারী প্রেস ক্লাব এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে হাটহাজারী প্রেস ক্লাব নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম, সহ-সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, প্রচার সম্পাদক একেএম নাজিম এবং সদস্য মো.পারভেজ প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় ক্লাবের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী ও হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক কর্মকর্তা আমিন উল্লাহ বাহার চৌধুরী। আলোচনা সভা শেষে মহান ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post