মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী।
রোববার (২৮ জানুয়ারী) বেলা ১১ টার দিকে পৌরসদরের কাচারী রোড়ের আলী মমতাজ মার্কেটস্থ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা সোলায়মান সওদাগর।
উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সবাইকে হারিয়ে মানুষের ভাগ্যন্নোয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারো ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নুরুল আলম, শ্রমিকলীগ সভাপতি উদয় সেন, মো.নাজিম উদ্দিন, মো. রাসেল, মো.আলী, মো.নাজিম প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এইচ//