Print Date & Time : 7 September 2025 Sunday 4:49 am

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আর কে নয়ন (২৪) নামে এক মোটারসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

একই ঘটনায় মোহাম্মদ সাহেদ (১৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরের দিকে নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মো.মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।

নিহত আর কে নয়ন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ হাজী রহমত আলী সারাং বাড়ি প্রকাশ মওলার বাড়ির মরহুম ফজলুল কবিরের পুত্র।

জানা যায়, মোটরসাইকেল যোগে আরকে নয়ন ও মো.শাহেদ চট্টগ্রাম নগরী থেকে বাড়ি ফেরার পথে উপজেলার মুহুরীহাট এলাকায় অতিক্রম করার সময় সড়কের পাশে পার্কিং করা একটি ট্রাকের পেছনে তাদের বহনকারী মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আর কে নয়নের মৃত্যু হয়। অপর জন গুরুতর আহত সাহেদ বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//